কি করে তোমাকে ভুলি?
            এম,এ,সালাম
               ২১-০৮-২০


মর্তধাম তুমি আমাকে ভুলিও না
     আমি যদি ভুলেও ভুলে যাই,
ক্ষমা করে দিও আমার অপরাধ
    তোরই  মাঝেই হারাতে চাই।


অংশুমালীর করুনার কথা কিভাবে
      নিন্দুকের মত ভুলিতে পারি,
নয়ন দিয়ে অবলোকন করেছিলাম
      তোমার মহা করুনার বানী।


সেই তুমি বিলিয়ে দিয়েছিলে কত?
     উদকুণ্ড মোদের লাগি,
যার কারনে সৌভাগ্য হয়েছিল দেখার
     ললাটের ভাগ্যের রেখা টানি।


উডুপ তুমি রাতের আধাঁর বিদুরিত করে
     মহামিলনের সংযোগ ঘটিয়েছো,
প্রেমিক প্রেমিকার মিলন মেলার সেদিন
      অভিনব সুযোগের হাত বাড়িয়েছো।


তপ্ত দহনে মাঠঘাট সব খাঁ খা করে
    তারই মাঝে অনিল বাবু ঠাণ্ডা প্রবাহে,
বিলিয়ে দেয় সহমর্মিতার হাত বাড়িয়ে,
      সবুজ শ্যামল বটবৃক্ষের ছায়ে।


রুক্ষ মেজাজ শীতল দমে শান্ত হয়ে পড়ে
      ওগো প্রিয়া দেওনা গো বাতায়ন খুলে,
গা এলিয়ে দুলিয়ে পবন চলাচলের পথে
  দেওনা গো আমায় বিশ্রামের সুযোগ করে।


প্রভু দেহবসান হয় যেন ক্ষৌনিতার মাঝে
      সুগন্ধি মজরিত হাস্নেহেনার সুবাসে,
আমাকে যেন স্মরণ করে,শ্রদ্ধাভরে
     যুগ-যুগান্তরের ঘুর্ণিপাকের মাঝে।