কিঞ্চিৎ সুখে
   এম,এ,সালাম


আয়নার সম্মুখে যখনই দাড়াই-
    নিজেকে ভুলে যাই,
সুখের ছোঁয়া বদনে দেখিয়া
    নিজেকে কেন যেন হারাই।


হিসেবের জন্য নিকেশ করেছি-
    হিসেবের খাতা ছুড়ে দিয়ে,
সামান্যতম সুখের আশায়
   চিন্তা চেতনা ফেলে দূরে।


এসেছ ভবে এক টুকরো কান্না নিয়ে
     সুখ খুজে পাব বলে কোথায়?
আয়নার সম্মুখে সুখের ছোঁয়া
     করুনায় কেন হাবুডুবু খায়।


জীবন খাতা যাতনায় ভরেছে-
     সামান্য সুখের লাগি,
সুখের দিনে অনাগত সুখেরা
     আমাকে গিয়েছে ভাগী।


আশার প্রদীপটা জ্বলবে বুঝি-
    সেই আশায় তৈল ভরি,
জীবন সায়াহ্নে নিশিবাস হবে
    এই দুঃখেই কেঁদে মরি।