কিপটে স্বামী (১৭৭৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৫-২০২২
🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
বললাম  ডেকে ওগো পতি
শোনো একটি কথা,
কিপটে তুমি সেই কারণে
আমার মনে  ব্যথা।


এবার ঈদে গোটা কয়েক
না দাও আমায় শাড়ি,
তুমি না দিলে সংসার রেখে
যাবো বাপের বাড়ি।


রান্না বান্না আর করবো না
চড়বে না উনানে হাঁড়ি,
তোমার সাথে চলবে আমার
অদ্য জম্মের মত আঁড়ি।


কিপটে স্বামী বলে আমায়
আমার সোনা ময়না,
অমন করে রাগ করে তুমি
দূরে দূরে রও  না।


এবার ঈদে উপহার দিবো
এমিটি চুরির গয়না,
রাগ করো না সোনা আমার
একটু কাছে আয় না।


বলি আমার কিপটে পতি
তুমি যে ভীমরতি,
তাল-বাহানা সব বুঝেছি
তোমার দুষ্ট মতিগতি।


মরদ বলে শাড়ি,চুড়ি গহনা
কি করবে গো আর?
বিষয় সম্পত্তি যা আছে তা
সব যে হবে তোমার।


অনলাইনে করলাম অর্ডার
তোমার পছন্দের শাড়ি,
কর্তার মাথায় পড়লো বাজ
দিচ্ছে মাথায় ঝাঁড়ি।