কিসের এত্ত অহংকার
     এম এ সালাম
      ০৬-১২-১৯


কিসের এত্ত অহংকার-
   কিসের গর্ব কর,
মরলে তুমি সবার কাছে
   হইবে তুমি পরও।


যেই মাটিতে দাঁড়িয়ে আছ-
    কালকে মিশে যাবে,
ওই মাটির নিচে যে গিয়েছে
   সে আর না আসিবে।


কালো ফর্সা আল্লাহর সৃষ্টি-
     সুন্দরের গর্ব কর কেন?
মরে গেলে এই অহংকার
      কোথায় যাবে জান।


কিসের জন্য  বাহাদুরি-
    কিসের জন্য জমিদারি,
মরে গেলে এই বাড়িগাড়ি
    সবই থাকবে পড়ি।