কিসের সুজন -১
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৪-১২-২০২১
========================
এসেছিলে একা শূন্য হাতে কেউ যাবে না সাথে
চিন্তা করে দেখো সুজন জীবনের এই প্রাতে।
হাতের ঘড়ির কাঁটার সংখ্যায় বারোটা বাজে
মরণ কালটা আসবে  বন্ধু না জানি কোন সাজে।
কত মাতুব্বরি রঙ বাহারি হরেক রকম সাজন
নিজের ইচ্ছে ঘুরে ফিরছে পাঁচ মিশালী নাচন।
পরিপাটি আর বাবুয়ানি যার জন্য এত সব গড়ন
অক্কাপেলে এই শ্রীপদে কে করিবে তোমায় স্মরণ।
সব মানুষ চায় হতে অনন্য জনম জনম ধরে
শ্রদ্ধার মাত্রা হতে পারে অধিক কয়েক বছর পরে।
অর্থ থাকিলে সজন থাকবে,সতত তোমার পাশে
মধু না থাকিলে মৌমাছি থাকবে কিসের আশে।
ভেবে দেখো সুজন এই জগতটা শুধু মায়ার বাঁধন
এই প্রদীপটা নিভে গেলে কেউ করবে না রোদন।