কিছু জেনানার রুপ
    এম এ সালাম
     ১৭-১১-১৯


কিছু ললনার চরিত্রকে-
    সবাই ঘৃনা করে,
তাদের আচার আচারণে
   বাজে বলে ধরে।


জনি পতিকে কুবুদ্ধি দেয়-
   যাতে রক্তে ছিন্ন ঘটে,
যোষা পকিয়ায় লিপ্ত থাকে
    প্রকাশ্যে ও গোপনে।


সঙ্গ দেয় পরপুরুষের সাথে-
    বলে আমি সরলমনা,
মন যদি ঠিক থাকে গো
    কোথাও যেতে নাহি মানা।


ওরা শ্বশুর শাশুড়ির সাথে-
     ঝগড়ায় থাকে লিপ্ত,
আসল সময় মধুর আলাপে
     পতিকে করে রপ্ত।


সময় পেলে আড্ডা দেয়-
    পার্কে পরপুরুষের সাথে,
স্বামী আমার বিদেশে থাকে
     থাকি আনন্দেতে মেতে।


পথেঘাটের চাল চলন-
    সাহসীরাও ভয় পায়,
নর মাথা নুইয়ে হেটে চলে
     দেখলে করে ভয়।


বেইজ্জাতের বাক্যেলাপ-
     কর্কষ মুখে ভাষা,
এই কামিনীর কর্মের দ্বারা
     নেইরে কিছু আশা।