কলঙ্কের কালি
    এম,এ,সালাম
     ০১-০৩-১৮


ললনা তুমি গাত্রে লাগিয়েছো-
    কলঙ্কের ই কালি,
কামুক দেহটা পবিত্র থাকা চাই
   কোন দিন অপবিত্র হবে না জানি।


আবেগের টানে কালি লেপিয়ে-
    করিয়েছো মহাভুল,
এই ভুলেরই মাশুল দিতে হলে
    চোঁখে দেখিবে সরষে ফুল।


কলঙ্কের মালা গলায় পড় না-
    পারলে দূরে থেকো,
অন্তর দিয়ে ওদের ঘৃনা কর
     যারা কালি লাগায় দেহে।


সাদা কাপড়ে লাগালে কালি-
    উঠানো বড় দায়,
গতরে তোমার লাগালে কালি
    উঠানো নাহি যায়।


কনঙ্কের কালি লাগালে গায়ে-
     শত ধুইলেও যাবে না,
বংশের মুখে চুন কালি লেপিলে
     ইতিহাস কখনো ভুলে না।