কবির হস্ত ধরে(১৯৬৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-১১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সদা সর্বদা লিখবো আমি হতে চাই না নামি
প্রিয় কবিদের লিখাগুলে লাগে অনেক দামী।
আমি  অজ্ঞ মুর্খ জানা নেই মোর লিখার ভাষা
কবি হবার সাধ নেই আমার লিখার বড্ড আশা।
সম্মানের সাথে সালাম জানাই কবিদের প্রতি
লিখার ক্ষমতা প্রদান করুন নচেৎ নাই যে গতি।
শিক্ষার্থী হয়ে কাব্য শিখতে চাই সারাজীবন ভরে
দয়া করে শ্রদ্ধার কবিরা শিক্ষা দেন হাতটি ধরে।
আমি অধম চেষ্টা করি প্রকৃতি নিয়ে কিছু লিখি
সুর ও ছন্দের ভাষাজ্ঞান কোথায় থেকে শিখি?
সৃষ্টি জীবের প্রতি ভালোবাসার কোণ কমতি নেই
চতুর্দিকে নজর দিলে কবিতার ভাষা খুঁজে পাই।