কবির ভাবনায় ছবি (১৮৭০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৮-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আমি কবি ছেয়েছি লিখতে অনেক কথা
লিখা যে আর হলো না মনের মাঝে ব্যথা।
মনে কথা মনের মাঝে তালাবদ্ধ করে রাখি
সুবাতাসের বার্তা পেলে বলব আছে বাকি।
তবুও প্রকাশ করার যা আছে তাই লিখে যাই
মন কাড়ার সুর ও ছন্দ রঙিন নীলামায় পাই।
আকাশ দেখি সুর্য দেখি, দেখি রাতের তাঁরা
রাতে দূর গগনে চাঁদকে দেখে হই যে আত্মহারা।
ফুল কাননে ফুল দেখিয়া আঁকি নানান ছবি
প্রজাপতির প্রেম  কাহিনী আঁকি আমি কবি।
সবুজ মাঠে ধানের ক্ষেতে কৃষক বাবুর মন
তাই না আমি কবি আঁকছি নানা রঙের ধান।
সরিষা ক্ষেতে হলুদ মেখে কত সেলফি তুলে
ভালোবাসার সাথী নিয়ে নানা রসের গল্প বলে।
এই সব কিছু মনের নকশায় কাব্যকারে লিখি
পল্লী কবির কাব্য পড়ে নিজের মত করে শিখি।
ভাটির টানে উজান গাঙে পাংশি নৌকা চলে
মনের টানে মুনসুর মাঝির সব গল্প কল্পে বলে।
দোয়েল কোয়েল শালিক টিয়া ভোরের গান গায়
তাই শুনিয়া আমি কবির কাব্য লিখতে মনে চায়।
সমাজে গাও গ্রামে চোখের সামনে যাহা কিছু ঘটে
কবির কলমে ছবি ও সুর কবির মননশীলতায় বটে।