কবিতারা অমর
        এম এ সালাম
        ০১-১০-১৯


আমি কবিতা দিয়ে গেঁথে যাচ্ছি-
   একটি সুন্দর নতুন মহাদেশ,
সেখানেও আমি বাস করিব
   সে আশায় বিলিয়েছি সবিশেষ।


ছন্দ শব্দে সুর মিলিয়ে লিখছি -
      কবিতা, মনের আঠা দিয়ে,
কোন দিন যেন এই কবিতা
      যায় না গো এ ভুবন হারিয়ে।


কবিতা আমার সব ভাল লাগা-
    কবিতা আমার উচ্ছাস প্রান,
কবিতা ছাড়া ভাল লাগে না
   আমার ক্ষুদ্র  এ জীবন মান।


একটু সময় পাই গো যদি-
    কবিতার পাতায় যাই মজে,
জ্ঞান গরিমা ব্যয় করি গো
     কবিতার চিন্তা  ভাবনায় ভজে।


প্রজন্মের কাছে এই মিনতি-
   শোন  আমি যাই গো মরে,
একটু কষ্ট হলেও  নবীনেরা
    আমার কাব্য রাখিও ধরে।