কলহ
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৫-২০২২
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
পারিবারিক কলহে পরে যাতনায় ফাঁটে ছাতি
মরে গেলে এই সংসারে কেউ দিবে না বাঁতি।
হা হা -কারের জীবন আমার থলে শূন্যে ভরা
সুখে থাকলেও বেঁচে আছি হয়ে যে মন মরা।
হায় চতুর্দিকে ঘনিয়ে এসেছে মরণের অন্ধকার!
চোখ বুঝিলে আপন সুজন  সবই হইবে পর।
আমার সুনীল আকাশ ছেঁয়ে গেছে কালোমেঘে
কোন দিন যেন ঝড় এসে উড়িয়ে নেয় সব আগে।
সংসারের লাল সূর্যটা আকাশে উদয় হবে কখন
ধরাধামে আমার অস্তিত্ব থাকিবে সুজন বন্ধু যখন।
দিনে দিনে হারিয়ে ফেলছি মানসম্মানে আপন ধারা
লক্ষ্য করেছি শত্রু এসে প্রতিদিন দূয়ারে দেয় তাড়া।
স্রষ্টার কাছে এই মিনতি যেন শরীর মন থাকে ভালো
আমার আচরণে সব মাখলুকাত অন্তর না হয় কালো।
সবার মাঝে জাগ্রত হয়,নিষ্কলুষ কলহো মুক্ত মন
সেই সুযোগ পাওয়ার জন্য কায়েম করি সবে সাওয়াম।
কলহো, বিবাদ,বিষম্বদ ভালো নয়,মিলে মিশে থাকি
পঞ্চবেনা পালন না করিলে পরকালে সবই বাকি।