কলমের জন্য কালি
  এম,এ সালাম
   ১৪-০৬-২১
""""'''''''"""""""""""""""""""""""'''''''''""""
কলম আছে বলেই, কালির প্রয়োজন সর্বত্র
আর কলম দিয়েই মানুষ,সৃষ্টির ছবি আঁকে।
লিখার রূপ, রঙ, রসে, কালি বিভিন্ন রঙের হয়,
কালো কালি ব্যবহারের অনুপাত একঃকুড়িতে,
যার ফলে কাল কালির-ই,সব সময় হয়ে থকে জয়।
কালি,কালো,দুঃখ-কষ্ট, আঁধার একই দলভুক্ত,
মহাশূন্যে অন্ধকারের মাত্রা সর্বাধিক লক্ষ্যনীয়।
কালো আছে বলেই আলোর জগত এত্ত সুন্দর
যার কারণে জগত স্রষ্টাকে মানুষ কাছে পায়।
তরল দ্রবন কালি হয়,কাব্য হচ্ছে মনের কলম,
সলিল তুল্য কবিতা,কালি হচ্ছে প্রাণের জনম।
মুখে কালি মেখে,সুন্দরীর আব্রু ঢাকা নিরার্থক
যে কালোর মূল্য বুঝে না সে ধরণীতে অদম তুল্য।
কলম হচ্ছে নীতির মহানায়ক , আলোর মেলা,
কালি তার ব্যবহারিত চিহ্ন নিদর্শন, দ্বীপের ভেলা।
আলোর চতুর্দিকে কালোর খেলা দৃশ্যমান
তাই কালোকে অবজ্ঞা করার কোন মানে নেই।
কালো মানুষ,কালো কালি ও তিমির আধাঁর,
এ তিনটাকে জীবনে কখনো ছোট করে ভেবো না।
ধপধপে সাদা, বেশি উজ্জল, বেশি আলো
জঘন্য,
সাদা কালোর পার্থক্যটা বুঝলেই হবে শারণ্য।