কলমের ক্ষমতা
  এম,এ,সালাম
    ১৮-১১-২৯


তুমি ছুরির চেয়েও ধারালো
   লোহার চেয়েও ভয়াবহ,
তোমার ক্ষমতা  নিয়ে ভাবি
  তোমায় ভয় করি অহরহ।


তুমি অন্যায়ের প্রতিবাদ কর
  অসত্যকে কর লণ্ডভণ্ড,
তোমার ক্ষমতা প্রয়োগ  করে
   তুমি খুনিরে দাও মৃত্যদন্ড।


তোমার তীক্ষ্ণ আঘাতে  দূর হয়
   কালিমা ভরা যত অসত্য,
তোমার কালির আচরে ধরায়
    প্রতিষ্ঠিত হয় যত সত্য।


তোমার গুনেই এই ধরাধামে
   যুগে যুগে জন্মিলে গুনী,
তোমার প্রভাবে উচিৎ শিক্ষা
   পেল কত পাপী তাপি খুনী।


তোমারই জন্য  দূর হয় যত
    অজ্ঞতার  করাল গ্রাস,
আবার তোমারই শুদ্ধি আচরে
    পায় যত অবিচার হ্রাস।


তোমার ভয়ে দেশ ছেড়ে পালায়
   কত হাজার লক্ষ আসামি,
বিচারকের কাছে বলো সর্বদা
   দেখ মিত্যা নয় সত্যই দামী।