কলমের কত ক্ষমত?   (১৯৮৪)
এম,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-১২-২০২২
======================
কলামুন তোমার ক্ষমতা অনেক
সীমাহীন শক্তি তেজ,
কলম তোমার জোরে খসে পড়ে
অজ্ঞানীর খাড়া লেজ।


তোমার শক্তি চালো অন্যায়ের বিরুদ্ধে
জোরসে হানো আঘাত,
কলম তুমি সত্য ন্যায়ের পতাকা উড়াও
মিথ্যুকের ঘটাও ব্যাঘাত।


কলম তুমি সত্য ন্যায়ের ঝাণ্ডা বাজাও
সাহসে সামনে এগিয়ে ধর,
তোমার ভয়ে সকল অপশক্তিরা আজ
কাঁপে যেন লজ্জায় থরথর।


সত্যের কলম তুমি মজলুমের পক্ষে
প্রশান্তি দায়ক মহা মলম,
তুমি যে পৃথিবীর অস্ত্রের সেরা অস্ত্র
কাজে স্বার্থক তুমি কলম।