আমাকে তুমি ভুলে গিয়ে-
      কোন নারীর মন রাখ,
অন্দর মহলে শত্রু ডুকিয়ে
      আমায় কেন ভালবাস?


বড় সাধ করে সংসার গড়েছি-
       ভাগ বসাবে কেহ বলে,
আমাকে তুমি জলে ফেলে দিয়ে
      তুমি থাকিবে কোন কুলে।


ছলনা ছাড়ো, আমাকে ঝড়ো-
    আমি যে তোমার আপন,
স্বপনে দেখিয়া আবেগে পড়িয়া
    আমাকে কর তুমি বর্জন।


আমার কথা পড়ে না মনে-
    কেন নিষ্ঠুর হয়ে গেলে,
সাগর জলে আমাকে ফেলে
     কোন নারীর মন ছুলে।


কোন রুপে তুমি পাগল হলে-
      নতুন রূপের কাছে,
তোমার কর্মের রুপ দেখিয়া
    সারা পৃথিবী মুচকি হাসে।


আমি সহিলাম,কেহ সহিবে না-
    সারা ভুবন চেয়ে দেখুক,
এক মন ভাঙিয়া অন্যমন গড়
     বিধির খেলা যত খেলুক।