কোরবানি আত্মশুদ্ধি
  এম,এ,সালাম
   ২২-০৭-২১
---------------------
সেদিন বাঁকা চাঁদটা জানিয়ে দিল
আসছে কদিন পরে ঈদ,
কোরবানির আনন্দে মিলবে সবাই
সেটাই ইসলামী তাগিদ।


এই ঈদুল আযহা কোরবানির ঈদ
বিশ্ববাসীর জানে সর্বজন,
ইসলামে ত্যাগের মহিমার মূল কথা
ত্যাগেই হবে পূণ্যার্জণ।


ওই আল্লাহর নামে পশু কোরবান
এটা কিন্তু বড়ো কথা নয়,
ওই মনের কোণের পশু স্বভাবটাই
কিন্তু কোরবান করতে হয়।


মনের মাঝের পশু কোরবান হলে
তৃপ্তি ও আত্ম শুদ্ধি হয়,
হৃদ মাজারটা শুদ্ধি হলেই তবে
মনের মাঝে শান্তি রয়।