কর্মফল
এম,এ,সালাম
০২/০৪/২০২১
----------------------------------
ধর্ম জেনে কর্ম করো, জীবনটাকে গড়ো
কর্ম ছাড়া পৃথিবীতে , হয়নি কেহ বড়ো।
কর্ম করবে বাঁচার জন্য, রবে প্রীতি ডোরে
কর্মের ফল যখন আসে, গর্বে মনটা ভরে।
কর্ম করলে টাকা পাবো,এমন বিধি মানো
মূল্য বুঝে কর্ম খুঁজে সুখ ছিনিয়ে আনো।
ধর্মের মাঝে সকল কর্ম এই কথাটাই সঠিক
কর্মের মাঝেই সুখ আসে,কথা নয়রে বেঠিক।
সাজিয়ে গুছিয়ে নিজ চাহিদা ভিন্ন কর্ম করে
ভাল কিছু পেতে হলে সৃষ্টিকর্তার  নাম ধরে।
লজ্জা ছেড়ে আপন কাজে লেগে তুমি যাও
কর্ম ছাড়া পাবার আশা এক্কেবারর ফাও।
মনিষীদের ইতিহাস দেখ মানসম্মান কর্মফলে
যার কারণে তাদের কথা যুগ যুগ ধরে বলে।
মানুষ বাঁচে কর্মের মধ্য, বয়সের মধ্যে নয়
কর্মফলই দিতে পারে মানুষকে জয় কিম্ভা ক্ষয়।