টাকায় নাকি বাঘের চোঁখ মিলে-
    আসলেই কি মিলে?
টাকা থাকিলে মিলিতে পারে,
    যদি তুমি চোঁখ আন কিনে।
টাকা দিয়ে বাড়ী,গাড়ী কিনা যায়-
    যায় সুন্দর চেহারার নারী,
টাকা দিয়ে কিনিতে পারিবে না,
    সুখী পরিবার খানি।
টাকা দিয়ে কিনতে পার-
     দরুনে দরুনে জমি,
তুমি যে মরে যাবে তাহা,
     টাকায় ফিরাতে পারে নাকি।
টাকা দিয়ে বিছানা কিনিতে পার-
    কিন্তু ঘুম কিনিতে পার না,
ঘুমে যদি ধরেই কাহাকে,
     টাকায় ঘুম ফিরাতে পারে না।
টাকা দিয়ে ঘড়ি কিনিতে পার-
    কিন্তু সময় কিনিতে পার না,
সময় ফুড়িয়ে গেলে এই সময়,
    টাকা দিয়ে পাওয়া যাবে না,
টাকা দিয়ে বই কিনা যায়-
   কিন্তু জ্ঞান কিনা যায় না,
টাকার বাহদুরি যতই কর না,
    টাকায় মানুষ হওয়া যায় না।
টাকা দিয়ে বন্ধু কিনা যায়-
     ভালবাসা কেনা যায় না,
টাকা দিয়ে প্রেমিকও কেনা যায়,
    কিন্তু মন কিনা যায় না।
টাকার বাহদুরি কর না তুমি-
    মরিয়া গেলেই ঠুস,
টাকা কিন্তু কবরে যাবে না,
     ফেরেস্তারা নিবে না ঘুষ।