করোনার দাবানল
  এম, এ, সালাম
    ২৪-১০-২০


হায়! করোনার দাবানল
     চারি দিকে জ্বলছে,
সারাবিশ্ব  হায়রে হায়!
    কি জানি কি বলছে?


লক্ষ্যহীন ওই ললন্তিকা
   অন্তর পুড়ে কাপছে,
আলোকহীন শূন্য প্রান্তরে
    ধুকে ধুকে মরছে।


সাই সাই কোভিটের
     লালে লাল শিখাতে,
ছড়িয়ে  ছিটিয়ে  যাচ্ছে
     বিশ্বের সব খানেতে।


  মুখে মুখে বলে যায়
    ক্ষ্বেড় ঢালে সমাজে,
হাসিমাখা রাঙা মুখ
    প্রকাশিল বিরাজে।


অন্তরে জ্বলে কত?
     কোভিটের শিখাটি,
ধাউ ধাউ জ্বলছে
    অন্তরের ওই সুখটি।


শীত এলে ছুঁয়ে  যাবে
    করোনার ভাইরাস,
হাত ধুইয়ে মাস্ক পড়ে
  সতর্ক  হই সবে আজ।