করোনার মিছিল
   এম, এ,সালাম
        ১২-০৪-২০


করোনার মিছিল  চলছে
    ভারী হচ্ছে বেশী,
চব্বিশ দিনে ইহার সংখ্যা
    দাড়িয়েছে চার'শ বিরাশি।


এই মিছিলে মৃত্যুর সংখা
     ত্রিশ জানতে পেলাম,
এই মিছিলের আয়োজনটা
    কোথায় নিয়ে গেলাম?


মিছিলের শুরু মাদারীপুরে-
   জুটছে পাশের জেলা,
আল্লাহ তুমি এই বসুধায়
    দেখাও কিসের খেলা।


ক্রমান্বয়ে দিনের পর দিন
     আহ্ববান করে যায়,
সারা পেলেই সেখানে গিয়ে
     উপস্থিত হয়ে যায়।


বরগুনাতেও শুনিতে পাই
     করোনার মিছিল হচ্ছে,
আস্তে আস্তে দেশের চেহারা
     কেন যেন পালটে যাচ্ছে।


সময় থাকতে দেশবাসি সব-
    সচেতন হয়ে যাও,
নিজে বাঁচি অন্যকে বাঁচাই
    কোয়ারেন্টানে যাও।
    
হাটবাজার চায়ের দোকান
    ঘৃনার চোখে দেখে,
জন সমাগম এড়িয়ে থেকে
    অবস্থান করি বাড়িতে।


নিজে বাঁচলেই দেশ বাঁচবে
     বন্ধু, বাঁচবে সারাবিশ্ব,
লকডাউন থিঊরি ভুলে গেলে
     বিশ্ববাসি হবে নিঃশ্ব।
    


বিদ্রঃ- ১১ -০৪-২০ ইং তারিখের
বাংলাদেশের তথ্যের আলোকে।