কষ্টের সিঁড়ি বেয়ে উঠেছি বলে-
    নিজেকে ধন্য মনে করি,
একদিন কষ্ট যন্ত্রনার বেড়াজালে
    জালের মত আঁকড়ে ধরেছিল।


নানা ঘাত প্রতিঘাত,প্রতিকুলতা-
    সুন্দর জীবনে দানা বাঁধে,
জীবন নদীর চৌমহনায় দাঁড়িয়ে
    সব নীরবে হজম করেছিলাম।


সেদিন ওই বিধাতাও আমাকে-
    লাঞ্চনা,বঞ্চনাও দিয়েছিল,
আর বলেছিল তোর মত এত কষ্ট
   সহিবার ত্যাগি মানুষ বিরল।


আমি সেদিন মুক্ত কণ্ঠে বলেছি-
    হে বিধাতা তুমি যত পার,
আমায় কষ্ট পর কষ্ট দিতে থাকো
     সাথে কষ্ট সহিবার ধৈর্য দেও।


আমার ভবিষ্যৎ ও কষ্টের সাথীরা-
     সতত গুর গুর করেছে,
আমার চলার পথের চতুরপাশে
   আত্মীয় স্বজন ছিল শরতের শিশির।
    
অভাব কালে বন্ধুরা দূরে থাকিত-
    এখন নিজের পায়ে দাঁড়িয়েছি,
এখন দূধের মাছির অভাব নেই
     গুর গুর করেছে কাছে থেকে।