কষ্ট নিয়ে বলছি
   এম,এ, সালাম
    ০৩-০১-১৮


এক বোন তার মনের কষ্ট-
ক্ষোভে প্রকাশ করে গেলেন,
শাবানা -আলমগীরের মত,
তার জীবন কষ্টে রয়ে গেলেন


জন্ম আমার বৃথাই গেলেন-
     এ সুন্দর ভব মাঝে,
গোলাপের মত ফুটান্ত জীবন
     মরুভুমি রয়ে গেলেন।


কেন বিধিরে আমায় পাঠালেন?
    এই রঙিন ভব মাঝে,
আমাকে নিয়ে যদি তামাশা কর
     এটা কি তোমায় সাজে।


মনের মাঝের কষ্টের ব্যাথা-
      কার কাছে যে কই,
কোন দরদী  আপন ভেবে
      সু-বুদ্ধি দিয়ে যাবে ওই।


মনের কষ্ট মা বাবায় বুঝে না
   অন্তরের মাঝে কত ব্যাথা?
যদি একটু সু-বুদ্ধি দিত,
     মন হইতো যে সাদা।


মনের কষ্ট মনের মাঝে-
    দিন রাত্র বিচারণ করে,
হেলায় অবেলায় এই কষ্ট
    মনের মাঝেই পড়ে থাকে।
      
জ্বালাময়ী জ্বালা বুঝে না কেহ-
       দরদী মিলানো দায়,
কতকাল এভাবে জীবন চলিবে
   একাকীকত্বের নিরালয়।  


কল্পনার ছবি অঙ্কিত হলনা-
     কালি গেল ফুরিয়ে,
জীবন প্রদীপ নিভু নিভু ওই
    তৈল গেছে  ফুঁড়িয়ে।