কঠিন মন
এম, এ,সালাম
  ০২-০২-২১


আজ রাতে বুঝি ঘুম হবেনা ভাই
  মনের কোনের বাড়ির চিন্তা,
মা-বাবা আর নব বধুর কল্পনায়
  শত চেষ্টায় ঘুম আসে না তাই।


শিকল ছাড়া বন্দী পাখীর  মত
  মন আর দেহ আটকে গেছে,
সতত মনের মাঝে বিরাজ করে
কল্পনাতে বউয়ের ছবি কত?


কত কষ্টে আসতে হল ছেড়ে?
    ওই কাঞ্চা সোনা মুখটা,
অভাব আমার বধুর ভালবাসা
   সব সুখ ছিল যা কেড়ে।


অনেক কিছু বুঝলেও মনটা
   বুঝার সময় পায় নাই,
বিদায় বেলা দু'চোখের জল
   মুছে দিল লোভী ধনটা।


চোখ বুঝেও হৃদয় দেখতে পায়
    সত্যিকারের প্রেমিক  যারা,
আহত হৃদে জলে ভাসছে তারা
    বিরহ ভরা  দু'চোখের পাতায়।
  
হায়!তোর নয়নে  চোখ রাখতে
  সাহস পায়নি বিদায়বেলায়,
খোদার কসম মনে চেয়েছিল
  তোকে জড়িয়ে ধরে কাঁদতে।


প্রবাসীর মন  জ্যান্ত পাথরে গড়া
   সদা সর্বদা থাকে করকড়া,
হায়!প্রবাস পথে কদম রাখতে
   হয় না কখনো পিছনে ফেরা।