প্রতিটি মানুষের চলার পথে-
    কিছু সময় পার হয় কঠিন ভাবে,
সেই সময় যে এমনিই যাবে,
       বন্ধুরা, ভাবিয়া দেখ সবে।


কথা যদি বলেই যাও,ভেবে চিনতে বল-
    যার তার মত কথা না বলে,
উচিৎ, সত্য, সঠিক  কথা বল,
বিপদে যদি না পড়িতে চাও
   পারলে সবই এরিয়ে চল।


চলার পথে তুফন আসবে-
      কঠিন সময় পার হবার বেলা,
এক নিমিশে কাটিয়ে যাও,
       কর না প্রচেষ্টায় অবহেলা।


বিপদ যখন  ধেয়ে আসে রে-
        কখন ও একাকী আসে না,
কঠিন সময় যদি পার হয়ে যায়,
     মনের বিপব কাটে না।


কঠিন সময়ে কাছের মানুষ-
        যদি কাছে পাওয়া নাহি যায়,
এমন আত্মীয় এড়িয়ে চল,
         নচেৎ জীবন বিপন্ন প্রায়।


বাস্তবতার কঠিন উপাত্ত নিয়ে -
    ভালবাসার সম্পর্ক কর,
কঠিন সময় ঘনিয়ে আসলে
       কাউকে কাছে পাবে নাক।


জীবন যে মহা সংগ্রামের-
           ঘাত-প্রতিঘাত সহ্য করে,
হাটি-হাটি করে এগিয়ে যাবে,
          কঠিন সময় পাড় করে।


অবেলায় আসিয়া সুখের লাগিয়া-
              যতই পিড়া পিড়ি কর,
সুখ যে এখানে বাসা বাঁধেনি,
                    সময় মত কাজ কর।


জীবন যে গোলাপের মত পরিস্ফুটিত নয়-
ছিঁড়িয়া তারে হাতে নিবে,
   বিনা কষ্টে মনে পড়লেই,
   সু-ঘ্রান নিবে সময় অসময়।


জীবন যে কঠিন পরীক্ষা ক্ষেত্র-
            প্রশ্ন-উত্তর সহজ নয়,
সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে,
           উত্তর সংগ্রহ করিতে হয়।


পদে পদে বাঁধা আসবে,তুফন ছুটবে-
পিছে ফিরে তাকাবার সময় নেই,
  সিন্দাবাদের মত যাত্রা হলেই,
   গন্তব্যে পৌছতে পারবে যে কেউ।


কঠিনের চেয়ে কঠিন ভেবে-
                    যাত্রা শুরু কর,
কঠিন সময় অতিবাহিত করিয়া,
     পারলে আকাশের চাঁদ ধর।