কত কবিতা লিখলাম?
     এম এ সালাম
      ১৭-০৯-১৯


কত কাব্য লিখে আসছি সাতাশ বছর ধরে-
কোন সুজন পাই নি এখনো নিবে আপন করে।
যে আশায় লিখি কাব্য সে আশা বালু চর
অট্টালিকায় বাসের চেয়ে ভাল যে কুড়েঘর।
দিনকে আমি দিন বলিনি রাতকে বলিনি রাত
চেয়েছিলাম অন্ধকারে ছুঁইবো রাতের চাঁদ।
কত পরিশ্রম করে যাচ্ছি ধরব চাঁদের আলো
আলোর ছোঁয়া না পেয়ে মন নেই যে ভাল।
স্রোতের ধারা চলতে আছে অনন্ত কাল ধরে
আমার লিখা চালিয়ে যাব লাভ লোকসান পড়ে।
লিখতে আছি প্রতিদিন  কত যে মিডিয়ায়
ভাবতে আছি কে কখন ভিলেন বানায়।
কতদিন আর বাঁচব ধরায় সেই চিন্তায় মরি
আমার কাব্য ইতিহাস হয়ে করবে আমার স্মরি।