কৌমুদের শিশির
    এম এ সালাম
       ০৩-০৯-২০


কৌমুদেরর শিশির পড়ছে
   ধরিত্রী উষ্ণতা হয় দিনে,
রোদেলা মেঘে নীল আকাশটা
    আজ নির্জীব বরষা বিনে।


সকাল বেলা ঘাসের ডগায়
    নীহারবিন্দু জমে থাকে,
ভরা কাটালে নদীর পানি
    ছুটছে খালে বিলে।


সতত রঙ্গমত্তে থাকে ঘুঘু
    মাঠে গাছের ডালে,
জাল দিয়ে ধরছে গলদা
   খোকা বিলের খালে।


মাঠের পড়ে রোপন করছে
     কৃষক আমনের বীজ,
সকাল বেলা দোয়েল পাখি
      দিচ্ছে সুরের শীষ।


কেহ দিনের শেষে অপরাহ্নে
    সবুজ বট বৃক্ষের তলে,
সাথীদের নিয়ে গল্পে মত্ত
     আবার কেহ সেলফি তুলে।


দিনের বেলায় উষ্ণতা ঝড়ে,
   সন্ধা রাত্তিরেও তাই,
ভোর রাত্তিরে  ঠান্ডা পরে
    সকালে গরম জল খাই।