তুমি বিধাতার থেকে রূপ পেয়ে -
    কইরোনা রুপের বাহাদুরি,
এই বিধাতাই তোমার রূপকে
  কেড়ে নিবে পারে একতুড়ি।


তোমার রূপে পাগল বলে-
    কেন অহমিকা বৃদ্ধি পায়?
তাই বলে তুমি রুপ নিয়ে
    কেন কর এত্ত বড়াই?


নিজের গুনে রূপ পেয়েছো-
   এমন ভাবিওনা তুমি,
বিধাতার সৃষ্টিশীলতাকে
   কখনো ভুলিওনা তুমি।


যেই বিধাতার গুনের দ্বারা-
    তুমি হয়েছো গুনি,
সেই মুখে যেন নিজের বড়ত্ব
    আর কখনও না শুনি।


রূপের নেয়ামত সৃষ্টিকর্তার-
    পারফিউমের নয়,
সৃষ্টিশীলতার পালিশ মেখে
    নিজের গুনকীর্তন নয়।


সকাল বেলার ফুটান্ত ফুল-
    বিকেলে ঝড়ে পড়ে,
এই রূপ কি তোমার চিরদিন
    বল,স্থায়ী হতে পারে।