কুয়াশার বরফগলা নদী
    এম এ সালাম
     ১৫-০১-২০


খুব সকালে ঘুম থেকে জেগে-
   ভোরের প্রকৃতি চেয়ে দেখি,
সারা বিশ্বময় জুড়ে স্পষ্ট হয়েছে
  পেঁজা কুয়াশার বরফগলা নদী।


বৃষ্টির মত কুয়াশা ঝড়ছে-
    সাথে ঠাণ্ডা হিমেল হাওয়া,
যেতে চেয়েছিলাম সরিষার ক্ষেতে
   শেষমেশ হলনা আর যাওয়া।


ঝড় ঝড়িয়ে পাতা ঝড়ছে-
    শিশিরের জলে টাপুর টুপুর,
হাল-গরু, লাঙ্গল কাধে নিয়ে
    মাঠে ছুঠছে গাঁয়ের গফুর।


খালের পাড়ে গিয়ে দেখি-
    এযে খাল নয় কুয়াশার সাগর,
গাঁয়ের মক্তবে কোরাণ পড়তে
   চাদরাবৃতি যাচ্ছে কত ডাগর।


ওযুর জন্য পুকুরে গেলাম-
    পানিতে উঠছে শিশির ধোঁয়া,
পানি মুখে দিতে দাত পড়ে যায়
    হাত পায়ে বরফ যায়না সয়া।


বাইকের শব্দ রাস্তায় শুনি-
     মালুম হচ্ছেনা চোখে বাইক,
চোখের সামনে কুয়াশার পর্দা
    তাই,বাইককে করি না লাইক।


সুযোগ নিয়ে গাঁয়ের কত বধুরা-
    স্বামী,শশুর শাশুড়ির সাথে রেগে,
কত প্রেমিক প্রেমিকা  সুযোগ নিয়ে
     বাড়ি থেকে যাচ্ছে বেগে।