খুজে ফিরি তারে
        এম,এ,সালাম
         ১৩-০৩-১৮


গোধুলি লগ্নে খুজে ফিরি তারে-
     লাল আলোটার সাজে,
প্রিয়জন আজ কষ্টের লাজে
     লুকালো কুঞ্জের মাঝে।


ধেয়া চমকিলো শম্পা বেগে-
      গোস্বা করিল পবন,
ভুঙ্গের সব করিল নিজ যব
      শিখন্ডী নাচিল পেখম।


সমুদ্র ডাকে কিনারে  উদক -
     ভানুমতির প্রতিচ্ছবি,
তোরে খুজে ফিরি তারি মাঝে
      স্বজন, সুজনের মাঝি।


কত বেলা যে খুজে ফিরি তারে-
     পেয়েও কেন পাই না,
প্রভাকর কেন রাগ করিয়ে
আমায় ধরায় সহযোগীতা করে না।