কুসুম তোমার সব কথা এই মুহুর্ত সেচ্চাচারী
কপাল কুচকে সীমানা সংকুচিত,
তোমার অলৌকিক দৃষ্টি আর আগেরমত নেই
মনে হচ্ছে কথাগুলো সীমানা ছাড়িয়ে  অন্ধকারে নিমজ্জিত।
একদিন তোমার হাতে তুলে দিয়েছিল -
এক পোটলা নীল বিষের টুকরো,
ব্যবহার করতে চেয়েছি স্বার্থ লোপাটে
তুমি বড় মিষ্টি মেয়ে বলে তা পারেনি।
তুমি যে কত তীক্ষ্ণ বুদ্ধির পরিচায়ক
তাই তোমার কর্ণে ডুকাতে পারে নি
কঠিন বিষ ফোরার বীজ,
তোমার মনটা ছিল চৈত্তিরের চৌচির মাটির চেয়ে শক্ত
তোমাকের দিয়ে বিপদ ঘটাতে পারেনি।
তোমার রঙিন বাগানে যারা বিষবাষ্প-
ছড়াতে চেয়েছিল তারা ব্যার্থ সাদা ফুলে সজ্জিত,
তাদের মুখ দেওলিয়ার লজ্জাবস্ত্রে ঢেকে গেছে
কুসুম তোমাকে নিয়ে অনেক স্বপ্নয়দেখি
যাহা কবিতার শেষ লাইনে লিখতে পারি নি।