কুটকথা
এম,এ,সালাম
২৫-০১-২১


কান কথা না লাগিয়ে
লাগাও কিছু গাছ,
এর কথা ওর কাছে বলিয়া
করিওনা সর্বনাশ।


কুট কথা যে খুবই খারাপ
বানিয়ে না বলাই ভাল,
মিথ্যা বলে অপরের কাছে
নিজেকে বুঝাও ভাল।


কুটকথায় কি শান্তি পাও?
পাওয়া যাবে কি ফল,
কান কথাতে ঝগড়া লাগে,
ঝরে চোখের  জল।


কুট কথাকে গেঁয়ো ভাষায়
কোটনাপনা বলে,
জ্যায়ে জ্যায়ে ঝগড়া লাগায়
নানান ছলেবলে।


কোটনাপনার কাছাকাছি
চোগলখোরি শব্দ,
বউ শাশুড়ী ঝগড়া লাগিয়ে
শান্তি করে জব্দ।


ধর্মানুযায়ী,চোগলখোরের
কঠিন আযাব হবে,
এই জগতে ধরা পড়লে
থুতু মারিবে সবে।


যেমন করে পরের ঘরে
ঢিলা মেরেছ নিজে,
তেমন করে ব্যথার জলে
থাকবে তুমি  ভিজে।


জাহান্নামে শেষ  স্তরে
এসব লোকের বাস,
ওয়েল দোযখে জ্বলবে তুমি
হবে না সে লাশ!


জ্বলে পুড়ে অঙ্গার হবে না
এসব লোকের দেহ!
বাঁচাও বাঁচাও কান্না শুনে
আসবে না তো কেহ।