লালবাঁতি জ্বালিয়ে দিলো
       এম, এ,সালাম
         ১৭-০৩-২০


বড় আশা করে এসেছিলাম-
   তোকে পালন করবো,
কালো বৈশাখী ঝড়ের মত
     অভিলাষ করলি তুই খর্ব।


করোনা এসে উড়িয়ে নিলো-
    মুজিব প্রেমের বসতি,
করোনা'তোকে বীর বাঙালী
    করনি তো কোন ক্ষতি।


ভয় দেখাইলি কেড়ে নিলি-
     আনন্দঘন সয়ম,
শতবর্ষের সুখ আর পাব কি?
     তাই বিবেকটাকে নাড়ায়।


বাংলা হতো আজ রঙ্গমঞ্চ-
      নাট্যকর্মী হত বাঙালী,
করোনা' তুই চীন হতে এসে
      সব আনন্দ কেড়ে নিলি।


বাঙালীর আজ ইচ্ছে পূরণ-
     মুজিবের গাল গল্প,
রক্তের টানে করবো মোরা
     হৃদয় দিয়ে হলেও অল্প।


শিক্ষালয় আজ সাজিতো কত-
     রঙের ব্যানার ফেস্টুনে,
সব আশা আজ ভেস্তে গেল
     সর্বনাশা 'করোনার' কারনে।


পথের মাঝে জ্বালিয়ে দিলি-
    লালবাঁতির সিগনাল,
তাই তো আজ সব আনন্দ
     হয়ে গেল অদৃশ্যমান।