লাশের কান্না
    এম,এ,সালাম
     ২১-০১-১৮
ঘুমিয়ে পড়ি মধ্য রাতে-
    চিন্তাগুলি ঘুমায় না,
ঘুমের ঘরে লাফিয়ে উঠি
    মন কেন ঘুমায় না?


বাহিরে যখন ধোঁয়াটে কুয়াশা-
    ঢেকেছে চাঁদ অন্ধকারে,
বাতায়ন দিয়ে তাকিয়ে দেখি
    ক্ষৌনিতে কিছুই দেখি নারে।


লাশ গুলি সব ঘাপটি মেরে-
     হাফিয়ে উঠে সবে,
লাশ গুলো সব না ঘুমোনোর দলে
     প্রতিদিন নতুন করে জাগে।


কেউ করে কুপিয়ে খুন-
     ঝাঝড়া করে   ছাতি,
কেউ বা আবার মরা মানুষের গায়
      মারে কত লাথি।


গোপনাঙ্গ ভীষন ব্যাথা-
     শরীর ক্ষত বিক্ষত,
নরপশুর দল ভেদাভেদ মানেনা
     লাশের উপর যুলুম করে কত?


লাশগুলো মাটির নিচে চাপিয় দিয়ে-
     কেন যেন গন্ধ ছড়ায়,
এলাকা জুড়ে গন্ধের হাওয়া-
    কান্নার মায়া বাড়ায়।