লকডাউনের সংজ্ঞা
  এম,এ,সালাম
   ২১-০৫-২০


মনের ভিতর ভয় নেই গো
পুলিশকে ভয় করে,
করোনা তো মামলি ব্যপার
হায়! দোষ দিব কাহারে।


স্বার্থের জন্য বুদ্ধি খাঁটায়
ব্যবসায়ী যারা আছে,
ভিতরে চলে বেচা কেনা
শার্টার তালা দেয়া আছে।


শপিংমলের শার্টার দেয়া
কিন্তু সামনে জুতার  সারি,
কেমন চালাকি কর বাঙালি
মনে হয় বরিশালে বাড়ি।


বাংলা দেশের মানুষ ভাল
নিজের দোষ দেখে না,
চোঁখ বুঝিয়া নেংটা হয়
অন্য কেউ দেখে না।


এক মোবাইল নং ব্যবহার করে
হাজার হাজার ত্রানে,
চোরের ঘরের চোরগুলা আজ
নিজেকে বুদ্ধিমান জানে।


লকডাউনে দোকান পাট
সবগুলো আজ বন্ধ,
শতে শতে জুতা বাহিরে
জ্ঞানীদের চোঁখ অন্ধ।


দেখুন অন্ধের বুদ্ধি বিক্রি
দোকানের বাহিরে তালা দিয়ে,
ভিতরে বহু কাষ্টমার
ব্যস্ত সবাই বেচাকেনা নিয়ে।


বিদ্রঃ- আম্পানের কারনে কমেন্ট করার সুযোগ হচ্ছে না, যেহেতু আমি বরগুনার।