লক্ষী বোনটি
   এম,এ,সালাম
    ১৮-০৩-১৮


বধু সেজে বিয়ের পিড়িতে বসবে-
     বোনটি আগামী তের তারিখ,
হৈ হুল্লোতে রঙ ছিটাবে শিশুরা
      আনন্দ ফুর্তিতে মাতিবে বাড়ী।


হলুদ কাপড়ে স্নান করাবে তারে-
     পড়াবে লাল শাড়ী,
পায়ে পড়াবে রুপার নুপুর
      হাতে  পড়াবে সোনার চুড়ি।


ঘোড়ায় চড়ে আসবে দুলাভাই-
     টোপর পড়ে মাথায়,
বিয়ের সাজে বর আসিবে বাড়ীতে
      বরণ করিবে সেথায়।


মৌলভী ডেকে কলেমা পড়ে-
    নিকাহ পড়াবে দু'জনারে,
পোলাউ কোরমা খাযয়াবে কত?
     মুরগীর রোস্ট দিয়ে।


বুবুর সাথে যাইব বেড়াতে -
    নতুন দুলা ভাইয়ের বাড়ী,
খাবার টেবিলে গোস্ত খাইব
      সবার সাথে দিব আড়ি।


বিদায় বেলা বোন কাঁদবে-
   কাঁদবে পাড়া পরশি,
মোদের রাখিয়া চলিয়া যাবে
     লক্ষী বোনটি পড়ের বাড়ী।