লোভ সামলাও
   এম এ সালাম
        ০৩ -১২-২০


মনটা যদি লোভী থাকে
সুখের নেইকো আশা,
লোল্য মন খেতে চায়'রে
  সতত রসের বাসা।


পেটুক মন চেয়ে থাকে
  খোরাক যদি আসে,
পেট পুড়িয়ে খেয়ে যাব
    মজা করে রসে বসে।
  
ঈপ্সামন ভাবে না কভু
   কে'বা আপন পর,
রক্তের বাঁধন ছিন্ন করতে
    বাধ সাধে না তার।


সামনে পশ্চাতে যাহা পায়
   সমান তালে খায়,
বপুটা তার পূর্ণতা পেলেও
    বলে আয়রে আয়।


লোভন প্রলোভন যদি থাকে
    কোন মানুষের অন্তরে,
তার কাছ থেকে ভাল কিছু
     আশা করার নাইরে।