লোভী ঘর জামাই
   এম,এ,সালাম
     ০৯-০৯-২১
==============
সুন্দরী ষোড়শীর রূপ দেখে
    মনের মাঝে প্রেম এঁকে,
সব শর্ত মেনে নিলাম তার
    মেয়ের পিতার সম্পদ দেখে।


পিতা মাতার অমতে ছেলে
   মেনে নেয় সকল কথা,
ঘর জামাই হলে শ্বশুর বাড়িতে
   বউয়ের শুনে নানা কথা।


মাঠের,বাড়ির সব কাজ করে
   শ্বশুরে দেয় না কোন ছুটি,
শরীর ব্যাথায় রাতে আহা উহু
   তবুও মসল্লা বাটনা বাটি।


বউ আবার সাজুগুজু  করে
   ঘুরে গাঁয়ে সকাল সাঁঝে,
ছেলে সন্তান সাথে নেয় না
   স্বামী থাকে বাড়ির কাজে।


ঠেকিয়া হলেও কাজের চাপে
   শরীরে করে ভীষণ জ্বালা,
কেহ আবার কু-বুদ্ধি দেয় যে
    শ্বশুর বাড়ি থেকে পালা।


কুঁড়ে ঘরে মা-বাবা মহা-শান্তিতে
   তাদের জন্য মন পোড়ে,
শ্বশুর বাড়ির অর্থ লালসায়
    খাঁটি মন যায় তবু ঘোরে।


পিতা মাতার কথা মানিনি বলে
   হয়তঃ পরছে অভিশাপ,
ঘর জামাইর বলে নির্যাতন কি
    পাইবো কখন ও মাফ?


মরতেও আমার কেমন লাগে
   এমন বিয়ে করো না কেউ,
ভাবী বউকে মেরে চম্পাট দেই
    রুপ দেখে করো না বউ।


ঘর জামাই মানে পাঠা বলদ
  সব কাজ করে শ্বশুর বাড়ি,
সত্য কথা বললেও দেয় না
    বউ শ্বশুর, শাশুড়ী তারই।