মা,আমি ছিলাম কোথায়?
         এম,এ,সালাম


মা,এই পৃথিবীর আলো দেখেছি-
      শুধু তোমার উচিলাতে,
মা,  কত কষ্ট করে তুমি
      আমায় জন্ম দিয়েছিলে।


মা,তোমার রক্ত প্রবাহিত-
     আমার শিরা উপশিরায়,
মা,তোর জন্য দেখেছি কত?
    আলো বাতাস দুনিয়ায়।


মা, শীতকালে ভিজায়  শুইয়ে-
    শুকনায় রেখেছো কত?
মা, পিপড়ার ভয়ে না ঘুমিয়ে
    মুখের পানে চেয়ে রয়েছো।


মা,তোর স্তন্যের ঋন পরিশোধ-
     কেমনে করিব আমি,
মা,আমার গায়ের চামড়া দিয়ে
     তোমায় জুতা বানিয়ে দিমু।