মা তোমাকে দেখতে মনে চায়
      এম এ সালাম
       ১৩-০১-২০


'মা' তুমি যে মোদের ছেড়ে দিয়ে-
  সেই কবে গেছো নিজের বাড়ি,
রাগ করেছো তাই বলে আজও
   ফিরছো না এ ধরায় তাড়াতাড়ি।


তোমার বাবার বাড়ি যমের বাড়ি-
   অন্ধকার, নেইরে কোন বাঁতি,
দাদা-দাদি,নানা-নানি সব গিয়েছে
    তথায় নেইরে কোন সাথী।


তাই বলে কি রাগ করে কোনদিন-
   আসবে না এই ধরারই মাঝে,
কোন কারণে কোন দুঃখে যে "মা"
   আপু,আমার সাথে বাধ সাজে।


'মা' তোমায় যে দেখতে মনে চায়-
   কোথায় গেলে তোকে পাবো?
কষ্ট হলেও টাকা খরচ করে 'মা'
   সাধ পুড়িয়ে দেখতে যাবো।


মা- মা বলে ডাক দিলে তুমি-
   তুমি কি ডাকে সারা দিবে?
না,চিনতে না পেরে জনমের তরে
   আমার থেকে মুখ ফিরিয়ে নিবে।


'মা' তোমার জন্য আমার আঁখি-
    সতত নামাজের পড়ে কাঁদে,
দেখা না পেয়ে এ জগতে যেন
    সব কিছু মোর শূন্য শূন্য লাগে।