মাগো তুমি স্নেহের চুমোয় বুকে ধরে রাখ,
যত্ন করে মিষ্টি স্বরে আব্বু বলে ডাকো।
স্নেহ-মায়ায় মুখখানা মোর সুখে ভরে দাও-
দূরে গেলে কাছে এলে বুকে টেনে নাও।
ছলছল জলে আঁখির কোনা যদি ভিজে,
কাছে নিয়ে হাত বুলাও কাঁদো তুমি নিজে।
আদর পেলে মন মেলে অম্বরে মেলি পাখা-
কষ্টগুলো খসে গিয়ে, মেঘে পড়ে ঢাকা।
মনমাঝে সুর বাজে স্বর্গসুধা পাই-
কষ্ট ভুলে মনমেলে সুখতটে যাই।
শূন্যদেহে রৌদ্র-খরায় প্রাবৃট হয়ে ঝরে-
'মা'তুমি বিনে একদিন যাবো বুঝি মরে।
সুখে-ক্লেশ  ওই বুকে থাকিতে আমি চাই-
তুমি বিনা নিথর দেহে আমার কিছু নাই।