ম্যাডামের মাতৃবিয়োগ
     এম,এ,সালাম
      ১৫-০৫-১৮


জন্মিলে মরিতে হবে-
            এটাই সতত বানী,
পবিত্র কোরানে আল্লাহ
            ঘোষনা দিয়েছেন জানি।


তারই ধারাবাহিকতা-
       ঘটেছে তোমার মায়ের বেলা,
মরার কোন বয়স নেই রে
         এটাই বিধির খেলা।


অনন্তনিদ্রায় আমার মায়-
            চলে গিয়েছেন কবে,
মৃত্যু দর্শিয়া মানুষ
           শুধু মরার কথা ভাবে।


উপরতি যম আসিয়া যখন-
       ওত পেতে খপ করে ধরে,
প্রান বায়ু নিমেষে মধ্যে
        আজ্রাইলে সংহার করে।


এমনি ভাবে সবদেহ গুলি-
       একেক এক করে নিয়ে যাবে,
সব মায়ের মতই আজ,
      তোমার মাকে নিয়ে গেছে ধরে।


মা" যে কাহারো চিরদিন থাকে না-
     সবারই দেহবসান হয়ে যাবে
মাতৃ বিয়োগের যন্ত্রনায় ম্যাডাম
      আমাকেও পেয়েছিল ভবে।


মাতৃবিয়োগের শোক কাটিয়ে ওঠা-
      সকলের জন্য বড় কঠিন,
ধৈর্য ধরিলে ইহার জাজা
       একদিন আল্লাহ দিয়ে দিবেন।


আমি যখন খবর পেয়েছি-
      রাত্র দশটার কালে,
মাথার উপর বজ্রপাত হয়েছে
       শোক বার্তা শোনার ফলে।