মাদকের দাগ
    এম এ সালাম
          ১৮-০৮-১৯


মাদকের দাগ লাগছে আবার-
      এই অঞ্চলের মাটিতে,
কলঙ্কের দাগে পিসছে আবার
      সেই ভাল মানুষটিকে।


গাছের শাখে আচর দিলে-
     গাছের গোড়ায় ব্যাথা পায়,
ওই যাতনায় যারে পাইছে
    সেই বুঝবে জ্বালার ভয়।


ইহার প্রভাব পড়বে ভবিতে-
     যখন ক্ষমতার সুযোগ নিবে,
দক্ষ জনতা সেই সুযোগটুকু
      আর কখনো নাহি দিবে।


কালো কালির কলমের আছর-
     সে দাগ মুছবে না জীবনে,
কালির দাগ লাগেলে গায়ে
      আর কখনো না মুছে যাবে।


সবাই কিন্তু বুঝতে পারছে-
     নোংড়া মাদক সেবির কথা,
দুধের ধোয়া দিলেও বন্ধু
      দাগ উঠবে নাকি যথা।


আতে ঘা দিয়ে যদি কেউ-
    মাথায় দোয়া পোছা দেয়,
তার দ্বারা কি ভাল কিছুর
     ভবিষ্যতে আশা করা যায়।


কষ্টের লিখাঃ- প্রসঙ্গ বরগুনা