মাঘের গান শীতের প্রাণ
    এম,এ,সালাম
      ২৭-০১-২১
---------------------
মাঘের শীত গায়ে মেখে
মাঘ ঢুকল সবার ঘরে,
কুয়াশার সাথে তীব্র শৈত্য
যেন কোলাকুলি করে।


গরম বস্ত্র লেপ খ্যাতা কম্বল
সবাই শরীর রাখছে মুড়ে,
মিষ্টি রোদে হিমেল বাতাস
পড়ছে ঝরে ভুবন জুড়ে।


হরিৎ পত্র পীত রঙে  আজ
মাটির ওপর পড়ছে ঝড়ে,
নিস্তেজ  শুষ্ক গাছ গুলিকে
দেখে মনে হয় গেছে মরে।


আমন ধানের আমদানিতে
সোনার দুল দুলছে কানে,
খেজুর রসের মুড়ির মোয়ায়
ছড়ায় সুবাস মিষ্টি ঘ্রাণে।


দেখছি পথের পার্শ্বে পথশিশু
হায়!ঘুমিয়ে আছে বস্ত্রহীন,
গাঁয়ের শিশুরা খর জ্বালিয়ে
সহায় সম্বল সব যত দীন।


ক'দিন পরেই দক্ষিনের বায়ে
পালিয়ে যাবে মাঘের শীত,
নতুন উদ্যমে,সুরে সুর মিলে
গাইবে সবে  বসন্ত গীত।