শ্বশুরালয়ে বেড়াতে গেলাম-
      কনকনে মাঘ মাসের শীতে,
সকাল বেলা নাস্তা দিল,
   খেজুরের রসে ভেজানো পিঠে।


বিকাল বেলা বধুর সাথে-
        একান্তে যখন আলাপ করি,
বলে, কাল সকালে খাওয়াবে,
      কাঁচিখোচা আর গরুর ভুঁড়ি।


আবদার শুনে আদরের স্ত্রী-
    আমার শ্বাশুরীর কাছে বলে,
কাঁচিখোচা আর গরুর ভুঁড়ি,
    খাওয়াবে আগামী কাল সকালে।


আবেগ ভরে শ্রেদ্ধেয় শ্বাশুরী-
      আমার বউয়ের কাছে বলে,
রুটি পিঠে আর গরুর গোস্ত,
      খাওয়াবো আগামী পরশু সকালে।


আমার প্রিয় বধু কানে কানে-
        তার বাবার কাছে বলে,
দারুন শীতে ভেজায় পিঠে,
       ভাল লাগে, রসের সাথে খেলে।


বউয়ের পছন্দের পিঠে কাঁচিখোচা-
        খেজুর রসের সাথে,        
ভাদ্র মাসের যুন নারিকেল,
        খুবই মজা, যদি থাকে সাথে।


নাতী বলে নানী বুয়ার কাছে-
      ওগো আমার নানী,
কাল সকালে খাওয়াবে তুমি,
        খেজুর রসের শিরনী।


শালী বলে মায়ের কাছে -
        ওগো আমার মা,
দুলাভাইয়ের পছন্দের পিঠে,
       খেজুর গুড়ের ভরাপিঠা।


আটার পিঠে আর খেজুর রস-
        সকালে খালি পেটে খেলে,
মেদ-ভুঁড়ি আর থাকবেনা,
           ওজন যাবে কমে।