মাগো আমি ফিরে আসবো
     এম,এ,সালাম
       ১৯-০২-২১
------------------------
মাগো, আমি ফিরে এসেছি
তোমার কুড়ের নীড়ে,
আর কটা দিন অপেক্ষা করো
আনবো কিনে চিরে।


খেজুর রসে চিরের মোয়া
খাবো পেট'টি ভরে,
আনন্দে জোয়ার বইবে আবার
তোমার খালি ঘরে।


মায়ে ছোট খোকার ছবি দেখে
আসার দিন গোনে,
কয় দিন পড়ে আসবে খোকা
জিজ্ঞেস করে শোনে।


দিন যায় মাস ফিসে আয়
খোকা নাহি ফেরে,
খোকার চিন্তায় বৃদ্ধ মাতার
মনপ্রান নিয়েছে কেড়ে।


খোকার আশে বুক বেধে মায়
সতত থাকে পন্থ চেয়ে,
খোকার চিন্তায় অশ্রু বেরোয়
মায়ের দু'চোখ বেয়ে।


খোকা তাহার ফিরবে বাড়ি
এটাই মায়ের আশা,
খোকাকে সে ঘুম পাড়াবে
দিয়ে স্নেহের ভালবাসা।


মাস চলে গেল বছর এলো
খোকা নাহি আসে,
তবু মায়ের হৃদয়ের মাঝে
আশার স্বপন ভাসে।


মায়ের ভাষার জন্য খোকা
জীবন বিলিয়ে দিলো,
মৃত্যু হয়েও  অমর হল
ভাষা ফিরিয়ে পেলো।


সুখ বসন্তে ওই কৃষ্ণচূড়া
ভরলো লাল  ফুলে,
খোকার রক্তে মায়ের ভাষা
দিল সবার হাতে তুলে।