মাগো,তোমার মুখের মধুর কথা-
                 যখন শ্রবন করি,
কেন যেন তোমার কথন
         অনেক,ভাল লাগে জানি।


মাগো,হাটি হাটি পা পা করে-
     যখন হেটে চলেছি,
তোমার কাছে বাংলা ভাষা,
     মুখে মুখে জানছি।


মাগো,তুমি আমায় শিখিয়েছিলে-
      তোমার মুখের কথা,
তখন হতেই বুঝতে পেরেছি
    তোমার মনের ব্যাথা।
    
মাগো,তোমার কোলে ঘুম পেরেছি-
   তোমার আদর সোহাগ পেয়ে,
ঘুম পারানি ঘুমের ছড়ায়
          বাংলা গানে মুগ্ধ হয়ে।


মাগো,ওরা তোমার মুখের কথা-
      কাইড়া নিতে চায়,
তোমার কথা,তোমার ভাষা
     রক্ষা করব, যদি জীবন যায়।