এগারো সালের মামলা ছিল-
  ভেবেছি নিষ্পত্তি হয়েছিল,
আঠারো সালে এসে আবার
  পূনরায় কেন যে উদয় হল।


ওয়ারেণ্ট হল পুলিশ এলো-
     গ্রেফতার করার জন্য,
শিক্ষক বিদায় সন্মান করে
     আমায় রেখে যাওয়ার জন্য।


আট বছরের পূরান মামলা-
     জামিন নিতে হবে,
বিচারকের আদেশ গুলো
      যত্ন করে দেখিতে হবে।


নতুন করে জামিন নিলাম-
     নতুন উকিল ধরে,
পি,পি পেশকার টাকার জন্য
    নানা বাহানা করে।


স্বাক্ষী হল,রায়ে খালাস পেলাম-
   নতুন করে খরচ হল পঁচিশ হাজার,
খালাসের আদেশ শুনে বাদী
   হল যে মহা ব্যাযার।