মানব পরিচয়
এম,এ,সালাম
১৭-০৬-২১
"""""""""""'''"""""""""
বনের পশুর স্বভাব চরিত্র
আগের মতই আছে,
নিকৃষ্ট কুকুরটাও দেখছি
মানব সেবা দিচ্ছে।
      
সবুজ শ্যামল শীতল ছায়া
এই ধরার বিরাজমান,
মানুষের প্রতি ভালবাসা
দেখছি কত সুমহান।


আল্লাহর  সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী
মানুষ আমাদের নাম,
মানুষের মাঝেই যত চালাকি
চেয়ে দেখছি অবিরাম।


সতত ধান্দাবাজ করে মানুষ
রোজগার করছে রুজি,
সত্যের উপর থেকেও মানুষ
অসুখের সুখ খুঁজি।


বিপরীত পথে কালো টাকা
জানার ইচ্ছে  নাই,
অমানুষের লোভ লালসায়
দেশ নাজেহাল তাই।
    
হায়!থমকে আছে সারা বিশ্ব
মরণ ব্যাধি বাড়ছে,
তাই দেখেও গোপন ইনকাম
অসৎ পথে করছে।


আজ হাসপাতালে নিজ গৃহে
অকালে হারিয়ে আপন,
করোনার বিষে কেড়ে নিচ্ছে
রক্তের,আত্মীয় স্বজন।
      
চারিদিকে মৃত্যুর চিৎকারে
আকাশ-বাতাস ভারি,
একই লাল রক্তের মানুষ
কেন কর অহংকারী।


জড় জীবেরও মূল্য আছে
যদিও জড় প্রাণহীন,
মানুষ মরলে কিসের মূল্য?
চিন্তা করি নিশিদিন।
  
সময় থাকতে আসল নকল
ধ্যানে ভাবিও একবার,
মানব সেবায় হাত বাড়ালেই
পরকালে পাবে আবার।


বাংলাদেশের এমন দুরবস্থায়
দাঁড়াই সকলের পাশে,
গরীব-ধনী সকলেই মিলেমিশে
মানব পরিচয়ের আশে।