মনের সাথে যুদ্ধ করে-
     যদি হেরে যায়,
মনের দুঃখে কষ্ট পেয়ে
     কান্না জুড়ে দেয়।


বন্ধু যখন ভোসন বন্ধুরে-
   আতে ঘা দিয়ে বেড়ায়,
মনকষ্টে  নিরালায় বসে
   একাকী কান্না জুড়ে দেয়।


অল্প শোকে কাতর হয়ে-
    পাথর হয় অধিক শোকে,
গুমরে গুমরে কান্না করে
    পেষন হয় অধিক ধুকে।


কান্না কিন্তু বললেই পারে না-
    হৃদয়ে জ্বালা থাকিতে হবে,
জ্বালায় জ্বালায় মন পুড়িলে
    কান্না বিনিময় হবে।


কান্নার ঢেউ আসে মন জোয়ারে-
   মনের ক্ষোভ বেড়ে গেলে,
অপরাধ না করে অপরাধী হলে
    বুক ভেসে যায় অশ্রুজলে।