কাকতাড়ুয়া মানুষ রুপি-
   বোকা বুঝায় কাকে?
পোশাক পড়ে ধোকা দিবে
    বোকা যারা আছে।


কাকতাড়ুয়া মানুষও নয়-
   মানুষের মত সেজে,
ভয়ার্ত সব পশু পাখিরে-
  খায় মনের তেলে ভেজে।


বোকার দলে, মানুষ মত বুঝে-
    কাছে আসতে ভয় পায়,
বনের বাঘে খায় নি তাদের
    ওদের মনের বাঘেই খায়।


মাঠে সমীরণে হেলে দুলে-
   তাড়ূয়া হাত নাড়িয়ে বলে,
ফসলের যদি ক্ষতি হয় রে
    মারব যা  আছে কপালে।